1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, থানায় মামলা মুকসুদপুরে স্বপ্নপুর সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে — মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান টানা ৫ দিন ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ স্থগিত মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক করে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে নিখোজের একদিন পরে যুবকের মৃতদেহ উদ্ধার ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার ফরিদপুরে এডভোকেট ইসার সমর্থনে ‌লিফলেট বিতরণ ফরিদপুরে আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার ও নোভাস ভিভো সোসাইটি’র উদ্বোধন

সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবো : স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া

রাসেল কাজী
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫১৬ Time View

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন পত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান নেতা জন দরদী ও সমাজসেবক কাবির মিয়া।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  ও সাবেক পৌর মেয়র এ্যড. আতিকুর রহমান মিয়া এবং প্রার্থীর সহধর্মীনী ও কন্যাসহ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মনে হচ্ছিল এ যেন এক জনসূমদ্ররের দেশ।

মনোনয়ন পত্র দাখিল শেষে স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া বলেন, দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি । আমরা  জানি মাননীয় প্রধানমন্ত্রী কখনো মিথ্যা বলেন না তিনি আশ্বাস দিয়েছেন শান্তি পূর্ণ ভাবে প্রতিন্দিতা মূলক নির্বাচন হবে। ভোটাররা যদি ব্যপক ভাবে  উপস্থিত হয় সে ব্যাপারে নেত্রী নির্দেশনা দিয়েছেন তাতে সুন্দর ভাবে নির্বাচন হবে আমি বিশ্বাষ করি।

কোন শস্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ব্যাপারে নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছে তাতে শস্কা থাকার কথা নেই। আপনার জানেন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম উপজেলা নির্বাচনের সময় অনেক ধাধা বিপত্তির ভিতর দিয়ে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং দীর্ঘ ৫ বছর জনগনের সেবা করেছি। শুধু সেবাই নয় রাত ২ টা তিনটা ও  পাচটার সমায়ও মানুষের সেবার জন্য মাঠে-ময়দানে কাজ করেছি। এবার সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশেআল্লা।

স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার সহধর্মিনী বলেন, গত উপজেলা নির্বাচনে আমরা যেভাবে লড়াই করে জিতেছি সেটা জনগন যানে। আমার সাহেব উপজেলা চেয়ারম্যান থাকা কালিন যতটুক সরকারি অনুদান পাওয়ার কথা তার কিছুই পাননি। তার পরেও তিনি থেমে থাকেনি সব সমায় মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্ঠা করেছে।

স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার কন্যা বলেন, আমার বাবা যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন আমারা ৭০ হাজার ভোটে জয়লাভ করেছি। এবার আমরা বিপুল ভেটে জয়লাভ করবো আমরা ইনশেআল্লা। শস্কার কথা বলতে গেলে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!