1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে মাধ্যমিক অফিসে আসছে নতুন বই

মামুনুর রহমান (জুয়েল), গোপালগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ Time View

গোপালগঞ্জে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবইয়ের চালান এসে পৌঁছেছে মাধ্যমিক শিক্ষা অফিসে। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপালগঞ্জ সদর মাধ্যমিক শিক্ষা অফিসে নতুন বইয়ের প্রথম চালান পৌঁছায়। এর আগে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে দ্বিতীয় একটি চালান গ্রহণ করা হয়।
মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, নবম শ্রেণির জন্য ২৪টি বিষয়ের ওপর মোট ৮১ হাজার পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সপ্তম শ্রেণির ১৬টি বিষয়ের ওপর মোট ৭৪ হাজার বই এসে পৌঁছেছে।
বই সরবরাহ কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে অবশিষ্ট সব বই পৌঁছে যাবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সালাম তালুকদার-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে অফিস। সব বই হাতে পেলেই তা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে। নতুন পাঠ্যবইয়ের আগমনে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ আরও সুগম হবে এবং শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড শক্ত ও সোজা হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!