ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে নিজ হাতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরু আমিন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।