আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন।
ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ‘ধানের শীষ’ প্রতীকের সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাও. আব্দুল হামিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী এ্যডভোকেট মিজানুর রহমান, জাতীয় পার্টি মনোনিত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী সুলতান জামান খান। স্বতন্ত্র প্রার্থী আনিচুল ইসলাম (ভুলু মিয়া), স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দিন অপু, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম। এনসিপি শাপলাকলি প্রতিকের প্রার্থী প্রলয় কুমার পাল, আমজনতা দলের প্রজাপ্রতি প্রতিকের প্রার্থী কাবির মিয়া, এবি পার্টির প্রার্থী প্রিন্স আল আমিন, জনতা দলের প্রার্থী জাকির, ন্যশনাল পিপুল্স পার্টির প্রার্থী শেখ সালাহউদ্দিন, গন অধিকার পরিষদের প্রার্থী মোঃ কাবির মিয়া, বাসদ এর প্রার্থী মোঃ মোসায়েদ হোসেন ঢালী। মনোয়নপত্রের সংগ্রহের বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অসিফার ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।