গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে সৌদি আরব হতে রাজধানী ঢাকা হজরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে নেমে সরাসরি হেলিকপ্টার যোগে বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী শাহবুদ্দিন মিয়া।
হেলিকপ্টারে বাড়ি ফিরা শাহবুদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে।
সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা ও দুই সন্তানসহ প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।
জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক।
হেলিকপ্টার থেকে বাড়ি নামার পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণসহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
দীর্ঘ ১০ বছর পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া দৈনিক সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলেই তাকে ফুল দিয়ে বরণ করেন।
সৌদি প্রবাসী শাহাবুদ্দিন মিয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাকাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদার সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।