1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শামা ওবায়েদের হাত ধরে বিএনপিতে এলেন পাঁচ আ. লীগ নেতা সালথায় সরকারি বিদ্যালয়ের গাছ কাটাকে কেন্দ্র করে সহিংসতা, নারীসহ আহত ১০ স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি গাছ বিক্রির অভিযোগ, ইউপি সদস্য অভিযুক্ত মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত গোপালগঞ্জ ১ আসনে আপন দুই ভাইয়ের মনোনয়ন বাতিল ফরিদপুর-৪ আসনে ইসহাক চোকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গোপালগঞ্জ-০১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে কাবির-শিমুলসহ ৪ জনের মনোনয়ন বাতিল ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়, রায়েরচর ৪নং ইউনিটে কমিটি গঠন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল

মুকসুদপুরে কৃষিকাজ ছেড়ে জুয়ায় মত্ত শ্রমিক, বিপাকে কৃষক

রাসেল কাজী
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩০২ Time View
ফাইল ছবি

মুকসুদপুরে কৃষিকাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তবে এর পেছনে রয়েছে অপ্রত্যাশিত এক কারণ-জুয়া। কৃষিশ্রমিকরা জুয়ায় আসক্ত হচ্ছেন। কৃষিকাজে সময় না দিয়ে তারা মত্ত থাকছেন জুয়ায়। ফলে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময়মতো শ্রমিক পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, তরুণ ও মধ্যবয়সী শ্রমজীবী মানুষের একটি অংশ জুয়ায় ঝুঁকে পড়েছে। গ্রামের অনেক তরুণ-যুবক সারাদিন জুয়ায় মেতে থাকায় কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে চাষাবাদে বিঘ্ন ঘটছে, বাড়ছে খরচ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। জুয়ার কারণে শুধু কৃষিকাজই নয়, পরিবারেও দেখা দিচ্ছে অশান্তি। অনেক দিনমজুরের পরিবারে আয় বন্ধ হয়ে গেছে। যুবকদের একটি অংশ জুয়ায় হেরে মাদক, চুরি, এমনকী ঋণের দায়ে গ্রাম ছাড়তেও বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জুয়া এখন শুধু তাস বা লুডুতে সীমাবদ্ধ নয়, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন গেম বা অ্যাপেও অনেকে জড়িয়ে পড়ছেন ভার্চুয়াল জুয়ায়। ‘লুডু’ বা ‘স্পিন গেম’র আড়ালে গোপনে টাকার লেনদেন হচ্ছে। আর জুয়ায় আসক্ত বড় একটি অংশ কৃষিশ্রমিক। দ্রুত ভাগ্য বদলের আশায় এসব শ্রমিকরা কৃষিকাজের তুলনায় সময় দিচ্ছেন জুয়ায়। ফলে দেখা দিয়েছে কৃষিশ্রমিক সংকট। দিনমজুর না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে জমি ফেলে রাখছেন বা বিকল্প খরচে যন্ত্র ভাড়া করছেন। এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। অনেকে সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।
উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কৃষক আলমগীর বলেন, “এই ইউনিয়নের কয়েকটি গ্রামে বিপুল পরিমাণ শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে। এজন্য প্রচুর শ্রমিক প্রয়োজন। তবে এখন আর আগের মতো শ্রমিক পাওয়া যায় না। আগে যারা দিনে ৪০০-৫০০ টাকা মজুরি নিয়ে কাজ করতো, এখন তারা বলে- ‘দুই ঘণ্টা তাস খেলে ১০০০ টাকা জিতি, তাহলে মাঠে কাজ করার কী দরকার আছে!’ কেউ আর মাঠে আসতে চায় না।”
তিনি বলেন, ‘আগে একটা ডাকে ১০-১২ জন ছেলে জমিতে কাজ করতে চলে আসতো। এখন ঘণ্টার পর ঘণ্টা ডাকলেও কেউ আসে না। পরে শোনা যায়, মোবাইলে গেম খেলছে। কৃষিকাজের মৌসুম চলছে, অথচ মাঠে নেই পর্যাপ্ত শ্রমিক। শ্রমের বদলে তাস ও মোবাইল স্ক্রিনে অনেক শ্রমিকের ডুবে থাকার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কৃষক সফিকুল ইসলাম বলেন, ‘চায়ের দোকানের পাশে বা গাছতলায় বসে প্রতিদিন প্রকাশ্যে তাস ও লুডু খেলা চলে। হেরে গিয়ে অনেকে আবার ঋণ করে খেলছে, কেউ কেউ যেখানে সেখানে বসে মোবাইল অ্যাপে জুয়া খেলছে। এ কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে ফসল যথাসময়ে ঘরে তোলা যাচ্ছে না। সময় বেশি লাগছে।’
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। জুয়া বন্ধে কঠোর নজরদারি, সচেতনতা কার্যক্রম জরুরি।’
কৃষিশ্রমিক সংকট কোনো সাধারণ সমস্যা নয় উল্লেখ করে মুকসুদপুর সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ‘যখন তরুণ শ্রমিকরা জুয়ার মতো অর্থহীন ও ক্ষতিকর কাজে নিজেদের নিয়োজিত করে, তখন এর মাশুল দিতে হয় পুরো সমাজকে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে কৃষিকাজে ধস নামার আশঙ্কা বাড়বে। যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তাতেও।’
বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘এটি কেবল প্রযুক্তির অপব্যবহার নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে এক নীরব দুর্যোগ। অবিলম্বে ব্যবস্থা না নিলে এর প্রভাব আরও গভীর হবে।’
এ বিষয়ে সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেখ বলেন, ‘শ্রমিকরা জমিতে দৈনিক কাজ করে কমপক্ষে ৫০০-৭০০ টাকা মজুরি পান। অথচ এখন বিভিন্ন বয়সী অনেক শ্রমিক মোবাইলে বা জুয়ায় আসক্ত হচ্ছেন। এতে অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। ফলে কৃষকরা যথাসময়ে ফসল তুলতে যেমন অসুবিধায় পড়েছেন, ঠিক তেমনি অতিরিক্ত লাভের আশায় জুয়ায় আসক্ত হওয়া শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
তিনি বলেন, ‘এমন অবস্থায় জুয়ায় আসক্ত শ্রমিকদের সামাজিকভাবে বোঝাতে হবে। যাতে তারা আবারও কৃষিকাজে যোগ দেন। এতে উৎপাদন বাড়বে, লাভবান হবেন কৃষকরা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!