গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে আবারও প্রখম স্বামীকে হয়রানির চেষ্টা করছেন রোজিনা (৩৪) নামের এক মহিলা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা মিনি বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে তালহা শেখ এর সহিত প্রায় ১৬ বছরপূর্বে পারিবারিক ভাবে কাবিন মূলে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরমুকডুবা গ্রামের কাঞ্চন ভুইয়ার মেয়ে রোজিনা বেগমের সাথে বিবাহ হয়। এবং তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয়।
তালহা শেখ সৌদি প্রবাসী থাকা অবস্থায়, রোজিনা বেগম গত ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর তালহা শেখ কে এক তরফা ভাবে তালাক প্রদান করে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে। রোজিনা বেগম তালহা শেখ কে তালাক প্রদান করে ভাঙ্গা উপজেলার হামিদদী মুনসুরাবাদ গ্রামের মিরাজুল ইসলাম কে দ্বিতীয় বিবাহ করে ঘর সংসার করছে।
বর্তমানে উক্ত রোজিনা বেগম আবার তালহা শেখ এর সহিত ঘর সংসার করার উদ্দেশ্যে বাড়ীতে আসার পায়তারা করছে।
তালহা শেখের মা মিনি বেগম জানান, আমার ছেলে তালহা ও আমার পরিবারের অন্যান্য সদস্য গন বাধা দিলে রোজিনা বেগম মিথ্যা মামলা দিয়া হয়রানী করানো সহ যে কোন প্রকার ক্ষয়ক্ষতি করবে বলে মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি ও হুকমি দিচ্ছে। তার কথা বার্তায় আমার সন্দেহ ভবিষ্যতে আমাদের বাড়ীতে এসে যেকোন দুর্ঘটনা ঘটাইতে পারে বলে আশংকা হচ্ছে, এজন্য বিষয়টি ভবিষ্যতের জন্য একটি জিডি করেছি।
রোজিনা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।