ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উদ্যমী কৃষিবিদ আলভির রহমান আজ জেলার কৃষিক্ষেত্রে এক অনন্য নাম। অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কৃষকদের আস্থা অর্জন করে ফেলেছেন তাঁর কাজ, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে।
বোয়ালমারী মূলত একটি কৃষি প্রধান এলাকা, যেখানে ব্যাপক পরিমাণে ধান ও পেঁয়াজের চাষ হয়ে থাকে। তরুণ এই কৃষি অফিসার মাঠে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই চাষাবাদের ধারণা ছড়িয়ে দিচ্ছেন।
তাঁর নিজস্ব ভাবনা, আইডিয়া ও কৃষি–উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি স্থানীয় কৃষিতে এনে দিয়েছে নতুন দিগন্ত। আলভির রহমানের বিশ্বাস—বাংলাদেশের কৃষি সম্ভাবনা বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে পারে যদি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হাতে হাত মিলিয়ে এগোয়।
নিজের কর্মপ্রেরণা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পদে পৌঁছে দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। তাঁর এই প্রতিজ্ঞা—“কৃষিই হোক উন্নয়নের মূল চালিকা শক্তি”—বোয়ালমারীর মাঠে আজ বাস্তবের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।