 
																
								
                                    
									
                                 
							
														গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে কিছু অনলাইনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে , কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ পদোন্নতি পেয়ে ভোলা জেলার খামার বাড়িতে অতিরিক্ত উপ-পরিচালক পদে পদায়ন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ৩০ অক্টোবর ছিলো বাহাউদ্দিন সেখ এর মুকসুদপুর অফিসের শেষদিন। মুকসুদপুর কৃষি অফিসারের সুনাম খুন্ন করতে উঠে পড়ে লেগেছে একটি কুচক্রমহল। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করানো হয়েছে।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ বলেন, আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ ধরে সংবাদ প্রকাশ করেছে তার সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট। একটি স্বার্থন্বেষী মহল এ অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কোন সংবাদ প্রকাশ করার আগে সত্যটা যাচাই করে পরে সংবাদ প্রকাশ করুন।
মুকসুদপুর কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা বলেন, বাহাউদ্দিন সেখ স্যার অনেক ভালো মানুষ ছিলেন । গত যে কয় দিন স্যারের সাথে কাজ করেছি কোন দিন তার কোন অনিয়ম চোখে পড়েনি। যেই পদউন্নতি পেয়েছে তখনই একটি কুচক্রমহল স্যারের সুনাম খুন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে প্রবাহিত করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।