গোপালগঞ্জের মুকসুদপুরে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকসুদপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “গোলামী না আজাদী, আজাদী আজাদী” “পিআর ছাড়া নির্বাচন, মানিনা মনবো না” – শ্লোগানে মুখরিত হয়ে উঠে নেতা কর্মীরা।
মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওহাব মোল্লা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নজিবুর রহমান, মুকসুদপুর পৌর জামায়াতের আমীর কবির হোসেন, সাধারণ সম্পাদক আবু তালিব ফরাজীসহ প্রমূখ।
মিছিল শেষে মুকসুদপুর কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।