মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে “সুন্দরের স্বপ্নে নিরন্তর” শ্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলছে স্বপ্নপুর। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুর, গোটা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকায় অবস্থানরত বেশ কিছু স্বপ্নবাজদের হাতে গড়া এই সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। শরতের এই তপ্ত দুপুরে স্বপ্নপুরের উদ্যোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ দূষণ এবং সংরক্ষণ সম্পর্কিত জ্ঞান বিনিময় ও বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী’র মধ্যে বিতরণ করা হয় ফলদ-বনজ এবং ঔষধি গাছের ছাড়া। অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বপ্বপুরের মুখপাত্র মাহমুদ সীমান তার স্বাগত বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক এবং সুধীজনদের পরিবেশ দূষণ এবং পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেন। গাছের উপকারিতা এবং পলিথিনের একক ব্যবহার সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীদের সাথে জ্ঞান বিনিময় করেন। এ বছর স্বপ্নপুর তিনটি জেলায় মোট বিশ হাজার গাছের চারা/তালের বীজ রোপণ ও বিতরণ করেছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত উৎসবমুখর হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।
পরিবেশ বিষয়ক এনিমেশন মুভি প্রদর্শনী’র মাধ্যমে পরিবেশ দূষণ ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এবং কুইজ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই করার মতো কার্যক্রম পরিচালনা করে।
সরকারি কে.এম কলেজ, ভাঙ্গা’র সন্মানিত সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী তার বক্তব্যে পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি প্রতিটি রোপিত বৃক্ষের ব্যাপারে যত্নশীল হতে বলেন।
স্বপ্নপুরের সহযোদ্ধা সাইদুল হাসান কল্লোল তার বক্তব্যে গ্রীণ হাউজ ইফেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেন শিক্ষার্থীদের।
সোনালী অতীত প্রজন্ম’৯০ সংগঠনের দেলোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ আলী শেখ স্বপ্নপুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে এজাতীয় অনুষ্ঠান আয়োজনের আমন্ত্রণ জানন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপুরের সদস্য ইমার হোসেন, হাদিউজ্জামান হেলাল, শফিক নাঈম, সাগর, লিটন, মাইনুদ্দিন, সোহেল সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান শিশির।
স্বপ্নপুরের উদ্যোগে গত বুধবার এবং বৃহস্পতিবার সমগ্র মুকসুদপুর উপজেলার ১০ টি স্কুলে ছয় হাজার গাছের চারা এবং চার হাজার তাল বীজ রোপণ ও বিতরণ করা হয়। স্বপ্নপুর মুকসুদপুরসহ গোটা বাংলাদেশে তাদের বই বিনিময় উৎসব, বার্ষিক সাহিত্য সাময়িকী, সাহিত্য বিষয়ক কর্মশালা এবং বৃক্ষ বিতরণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে চলছে।