সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে রোগ থেকে মুক্ত থাকতে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ নিয়ে ফরিদপুরে আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার ও নোভাস ভিভো সোসাইটি নামক দুটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
‘খাদ্যাভ্যাস পাল্টাই, নতুন জীবন ফিরে পাই’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত শুক্রবার শহরের নিলটুলিস্থ কার্যালয়ে এক উদ্বোধনী সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় আলী আক্কাস এর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার এর চিকিৎসক তৌফিক এলাহি রানা।
এ সময় মো. বাকী বিল্লাহ খান পলাশের সঞ্চালনায় সভায় অংশগ্রহন করেন হ. হামজা রা. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মইনুল শহীদ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বৃধা, ন্যাচারোপ্যাথি চিকিৎসক আরিফুল ইসলাম দুলাল, নাজমুল মৃধাসহ প্রমুখ।
উদ্বোধনী সভার প্রধান আলোচক ডাক্তার মো. তানজিম উল্লাহ বলেন, ডায়াবেটিস কোন রোগ নয়। মূলত খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ পরিবর্তনের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি।
মো. নুরুল ইসলাম মৃধা বলেন, আমাদের খাবারের থালাই আমাদের রোগের মূল উৎস। অর্থাৎ যা খাবো আমরা তাই পাব।
সৈয়দ মইনুল শহীদ বলেন, আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার থেকে সেবা গ্রহণ এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতার হার খুবই সন্তোষজনক। তিনি এ প্রতিষ্ঠানের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তৌফিক এলাহি রানা বলেন, নেচারোপ্যাথি চিকিৎসার মূল বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যাভ্যাস ও জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে রোগমুক্ত থাকা। মূলত এখানে কোন ঔষধ দেয়া হয় না, বরং সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে রোগ থেকে মুক্ত থাকতে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
মো. বাকী বিল্লাহ খান পলাশ বলেন, আজ একটি বিশেষ দিন কেননা আজ আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার এবং নোভাস ভিভো সোসাইটি নামক দুটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানের উদ্বোধন হতে যাচ্ছে, যা মানব কল্যাণে কাজ করে যাবে।
আলী আক্কাস বলেন, আমি হাঁটুর ব্যথায় ডাক্তারের শরণাপন্ন হলে প্রথমে তারা নানান টেস্ট দেয়, যা লক্ষাধিক টাকা ব্যয় হয়। অথচ আরোগ্য লাভ হয় খুবই সামান্য। তৌফিক এলাহি রানার চিকিৎসা পরামর্শ গ্রহণ ও সেভাবে চলার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
সভায় সকলেই খাদ্যাভ্যাস ও জীবন আচরণ পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ্য সমাজ বির্নিমানে যার যার অবস্থান থেকে সচেতন জীবন যাপন করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে ফরিদপুরে এমন ব্যতিক্রমধর্মী দুটি প্রতিষ্ঠানের উদ্বোধন করায় আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার ও নোভাস ভিভো সোসাইটির সাফল্য কামনা করেন আলোচকগণ।