ফরিদপুরের মধুখালীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষককে শোকজ করেছে জেলা শিক্ষা অফিস।
যে সকল শিক্ষককে শোকজ করা হয়েছে তারা হলেন-সাইফুজ্জামান শিমুল, সহকারী শিক্ষক বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহিদা পারভীন ডলি সহকারী শিক্ষক মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পপি রানী ভৌমিক সহকারী শিক্ষক মধুখালী মডেল প্রাথমিক বিদ্যালয়, রবিউল আওয়াল, সহকারী শিক্ষক শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোলাইমান হোসেন, সহকারী শিক্ষক গোন্দার দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফা হাফিজ সহকারী শিক্ষক মেছড় দিয়া প্রাথমিক বিদ্যালয়, মো. রোকনুজ্জামান সহকারী শিক্ষক মেছড়দীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এইচ এম নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার প্রদত্ত চিঠির বিষয় উল্লেখ করে জানান -যে সকল শিক্ষকরা তৃতীয় প্রান্তিক পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদেরকে কর্মবিরতি পালনে উৎসাহিত করেছেন অথবা কর্মবিরতি পালন করেছেন, পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করেছেন।
এছাড়া ফেসবুক সহ বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন ও শিশুদেরকে পরীক্ষা দিতে বাধাগ্রস্ত করে শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।
শোকজকৃত শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে জেলা শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়েছে।
তিনি আরো বলেন, চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেয়ার জন্য জেলা শিক্ষা অফিস নির্দেশ দিয়েছেন।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন জানান যে সকল শিক্ষক কর্মবিরতি পালন সহ শিক্ষা কার্যক্রমকে নানাভাবে বাঁধাগ্রস্থ করেছেন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে শোকজ করা হয়েছে।
সন্তোষজনক জবাব না দিলে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।