ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন এক বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি মধুখালী বাজার স্থানীয় বিএনপি কার্যালয় থেকে শুরু করে ঢাকা খুলনা মহাসড়কের হয়ে রেলগেট এ শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনার দোসরা জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে নিশংসভাবে তার মাথায় গুলি চালায়, বক্তারা প্রশাসনের কাছে অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন।