গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে, কে, এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী গৌতম গাইন হত্যা মামলায় সন্দেহভাজন কিলার রাজাকে আটক করেছে সিন্দিয়া ঘাট পাড়ির পুলিশ।
আটককৃত রাজা চোকদার (৩৮) ওরফে কিলার রাজা। সে জলিরপাড় ইউনিয়নের মোহাম্মদ আলী চোকদারের ছেলে ও পতিত সরকারের প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যানের ভাগ্নে ।
জানাগেছে , গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে বিধুর পরিত্যক্ত বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন।
মুকসুদপুর থানার সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহে রাজা চোকদারকে গ্রেফতার করে । সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, রাজা চোকদারের বিরুদ্ধে মুকসুদপুর থানায় হত্যা মামলা ও বৈদেশিক মুদ্রা (ডলার) দিয়ে প্রতারণাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, গোপালগঞ্জ পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে চাঞ্চল্যকর ও ক্লুলেস গৌতম হত্যা মামলার তদন্ত করতে গিয়ে বিশ্বস্ত সূত্রে জানতে পারি হত্যা মামলায় রাজা চোকদার ওরফে (কিলার রাজা) জড়িত থাকতে পারে।
আমরা বিজ্ঞ আদালতে কিলার রাজার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছি ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করবেন।
উল্লেখ্য ঃ জে, কে, এম, বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী গৌতম গাইন প্রতিদিনের ন্যায় গত ০৯/০৭/২০২৫ ইং তারিখে রাতে স্কুল পাহারা দেওয়ার উদ্দেশ্যে নিজের পরিচালিত মুদি দোকান থেকে রওনা দিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর পরিবার তাকে খুঁজে না পেয়ে গত ১০/০৭/২০২৫ ইং তারিখে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (ডায়েরী নং ৫১৫। পরবর্তীতে গত ১১/০৭/২০২৫ ইং তারিখে গোপালগঞ্জ সদর থানাধীন মধুমতি নদীর কংশুর খেয়া ঘাটে গলায় গামছা প্যাঁচানো ভাসমান অবস্থায় গৌতম গাইনের লাশ উদ্ধার করে বৌলতলী ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে হত্যার শিকার গৌতম গাইনের স্ত্রী মিলি বৈরাগী মুকসুদপুর থানায় অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -২৯, তারিখ ১২ জুলাই ২০২৫ ইংরেজি।