ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নেতা নন, নিজেকে বিএনপির নেতা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নুরু মাতুব্বর।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন।
নুরু মাতুব্বর জানান, তিনি আড়ুয়াকান্দী গ্রামের মৃত হাশেম মাতুব্বরের বড় ছেলে এবং ২০১৫ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের চাপ, হামলা ও মিথ্যা মামলার কারণে জেল খাটতে হয়েছে তাকে। “আমাকে চাপে ফেলে তাদের দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনো আওয়ামী লীগের হই নাই, মরহুম কে এম ওবায়দুর রহমানের বিশ্বস্ত কর্মী ছিলাম,” বলেন নুরু মাতুব্বর।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা বলে দাবি করেন তিনি। নুরু মাতুব্বর স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের কোনো কমিটিতে তার নাম নেই, যদি থেকেও থাকে তবে তিনি তা প্রত্যাহার করছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান ও পাজ্ঞু মাতুব্বরসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।