ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের বিরুদ্ধে আমগাছ কাটার অভিযোগ তুলেছেন মো. হুমায়ুন কবির নামে এক ব্যক্তি। তিনি জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের দোলোয়ার শেখ, মিজানুর বিশ্বাস, কাদের মাতুব্বরসহ আরও কয়েকজন মিলে তার ভোগদখলকৃত জমিতে লাগানো ১৪টি আমগাছ কেটে ফেলে। এতে তার প্রায় এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী হুমায়ুন কবির সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আরও জানান, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রায়ই হুমকি দেয় এবং স্থানীয় সালিশ বৈঠকের সিদ্ধান্তও মানে না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।