“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পোনা অবমুক্ত করণ, র?্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে উপজেলা চত্তর পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী। পরে মুকসুদপুর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি র?্যলী বের হয়ে উপজেলা অডিটরিয়ম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
গোপালগঞ্জ সদর সহকারী মৎস অফিসার মোঃ সাইয়েদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, মৎস চাষী দিদারুল আলম রুবেল, অংশবতি বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়, দিদারুল আলম রুবেল এবং আরিফুল ইসলাম নয়নকে পুরস্কার বিতরণ করা হয়।