দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হতে যাচ্ছে।।
সোমাবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।” মাছ অবমুক্ত করণ, র্যালী ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।জেলা মৎস্য র্কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহদুজ্জামান প্রমুখ।বক্তরা বলেন, মৎস্য সম্পদের সংরক্ষন, সম্প্রসারণ, উন্নয়ন ও টেকসহ ব্যবহারে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে।
দেশে উন্মুক্ত জলাশয়ের তুলনায় বদ্ধ জলাশয়ে মাছের চাষ বেশি হয়ে থাকে। মাছ চাষে বাৎসরিক উৎপাদন ৫০ লাখ মেক্ট্রিকটন, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে বৈদেশিক র্অর্থ উর্পার্জন করে থাকি। দেশের উন্মুক্ত জলাশয়ে মাছের চাষ বৃদ্ধি করে এই খাত থেকে বাংলাদেশ আরো র্অর্থ আয় করা সম্ভব। দেশের জনসংখ্যার প্রায় ১২ শতাংশ লোক প্রত্যক্ষ-পরোক্ষভাবে এই খাতে জড়িত আছে। তবে নদী, নালা, খাল বিল থেকে চায়না দোয়ারীর মাধ্যমে দেশি মাছের প্রজনন যেভাবে ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে সকল কে পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।
এর আগে জেলা প্রশাসকের বাসভবনস্থ পুকুরে বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করা হয়। অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সোহরাব হোসেনের নের্তৃত্বে জেলা প্রশাসকের চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।