বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুরের বোয়ালমারি উপজেলার যদুনন্দী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর উপজেলার খরদিয়া বলতলা মাঠে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। যদুনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামান খাঁন(হুমায়ুন) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শামা ওবায়েদ ইসলাম (রিংকু) ও ফরিদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শামচুউদ্দন মিয়া (ঝুনু) আরো উপস্তিত ছিলেন মুশফিক বিল্লা জিহাদ , মজিবুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালমারী উপজেলা বিএনপি, মাহাবুব হাচান সজিব, যুগ্ন আহবায়ক বোয়ালমারী, উপজেলা যুবদল, মোঃ ইলিয়াচ কাজীসহ নেত্রীবৃন্দরা।
আলোচনা সভায় প্রধান অতিথি সামা ওবায়েদ রিংকু বলেন, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া। আজকের বাংলাদেশ যার কারণে সমৃদ্ধ তিনি হলেন আমাদের নেত্রী। তিনি যদি নিজের জীবনের পরোয়া করেপতিত স্বৈরাচারের সাতে আঁতাত করতেন তাহলে আহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম না। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও কোন আপোষ কলেননি বলেই, আমরা ৫ আগস্ট পেয়েছি। তাই এককথায় বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের ধারক ও বাহক ।