মুকসুদপুরে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ভাবড়াশুর ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ আগস্ট বিকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর
ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন ভাবড়াশুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফাইম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ বিন আক্কাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও ইসলামী আন্দোলন মুকসুদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন মুকসুদপুর উপজেলার সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম, সরকারি মুকসুদপুর কলেজ সভাপতি আব্দুর রহমান, ভাবড়াশুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রমজান মোল্লাসহ ছাত্র আন্দোলনের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের মানুষের মঙ্গল কামনা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে করেন।