গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুরের কমলাপুর ব্রীজ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
র্যালি শেষে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করুন। তিনি আরও বলেন, বিগত এক বছর আগে যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচার আর এ দেশে ফিরে আসবে না।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।