গোপালগঞ্জ, ২২ জুলাই: গতকাল গোপালগঞ্জ রেল স্টেশনের উপর থেকে একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বাড়ী বলেন,
“এই দুর্ঘটনার সাথে রেলের কোনো সম্পৃক্ততা নেই। যদি এটি রেল-সম্পর্কিত কোনো দুর্ঘটনা হতো, তাহলে মৃতদেহের চিহ্ন ও অবস্থা ভিন্ন রকম হতো।”
তিনি আরও জানান, স্টেশন কর্তৃপক্ষ প্রথমে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বর্তমানে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, লাশের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশও হতে পারে। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এ ধরনের ঘটনায় জনগণের নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো জরুরি বলে মত প্রকাশ করেছেন অনেকেই।