ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি গ্রামের মাজেদ ফকির (৭০) গুরুতর আহত হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার বেলা সোয়া দশটার দিকে রেল লাইনে ছাগল চরাতে এসে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রাজশাহী গামী ট্রেনের ধাক্কায় আহত হয়েছে রেল লাইনে থাকা লোকজন সাথে সাথে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার অবস্থার অবনতি হলে বিকেল ৩ টায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
বিবরনে জানা যায় প্রতিদিন একটি ছাগল নিয়ে রেল লাইনে বসে থাকতেন হটাৎ ট্রেন চলে আসলে ছাগল বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়, তবে ছাগলটি লৌহ দানব ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে।