 
																
								
                                    
									
                                 
							
							 
                    মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের মধুখালী উপজেলার বিখ্যাত হাডুডু খেলোয়াড় ক্রীড়া অনুরাগী, উপজেলার কোরকদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত’র পিতা মৃত্যুবরণ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তিনি স্ত্রী চার পুত্র ও পাচঁ কন্যা সন্তান সহ নাতি নাতনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পরিবার ও স্বজনদের অশ্রু সিক্ত ভালোবাসায় তার শেষ বিদায় জানানো হয়।
বুধবার বাদ জোহর বাগাট কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়ন চেয়ারম্যান মো মতিয়ার রহমান খান,সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকির, নওপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু আরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী মোল্লা, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ফকির, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, বাগাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জাহিদ বিন আজিজ, রিয়াজুল জান্নাহ হেফজ খানার মুহতামিম হাফেজ আব্দুল আলিম, হাফেজ মাওলানা মোঃ আলম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী বাগাট কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।