ইবতেদায়ী মাদ্রাসায় ছয় দফা দাবী বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত রোববার জেলা আহবায়ক হাফেজ মাওঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় ও শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বৎসর বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী হোসেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা গত ১৯/০১/২০২৫ থেকে ২৮/০১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবী পূরণের ঘোষণা দেন । কিন্তু অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ। তাই বাধ্য হয়ে গত ১৫/০৪/২০২৫ খ্রি. তারিখে উপরোক্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উপরোক্ত ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা আরো বলেন, আগামী ১২ মে ২০২৫ এর পূর্বেই সরকার কর্তৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের ন্যায় গোপালগঞ্জ জেলার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আগামী ১৩ মে ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবো।
৬ দফা দাবী তুলে ধরা হলো :
১ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবষাধ রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে অনুদানভূক্ত, অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন ।
২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করণ ।
৩. রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ ।
৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ
৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা ও তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ।