ফরিদপুরে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০ ডিসেম্বার জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি এন এইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহম্মেদ (মুন্না) এর স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন হয়।
এই কমিটিতে ১ জন আহ্বায়ক, ১ জন সিনিয়র যুগআহ্বায়ক, ৫ যুগআহ্বায়ক, ১ সদস্য সচিব ও ১১ জনকে সদস্য করা হয়।
কমিটির আহ্বায়ক ও সদস্যরা হলেন:
রফিক হামিদুল আহ্বায়ক, মফিজুল কাদের খান মিল্টন সিনিয়র যুগ্ম আহবায়ক, রইসুল ইসলাম পলাশ সদস্য সচিব, হাফিজুর রহমান মঞ্জু যুগ্ন আহবায়ক,মোঃশহিদুল ইসলাম যুগ্ন আহবায়ক,মোঃছানোয়ার মোল্যা যুগ্ন আহবায়ক,রাজিউল হাচান নয়ন যুগ্ন আহবায়ক,কাজী ফারুজ্জামান যুগ্ন আহবায়ক, সাব্বির হুসাইন যুগ্ন আহবায়ক,মোঃআব্দুল হাকিম যুগ্ন আহবায়ক।