ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন থেকে জুয়া খেলা খেলা অবস্থায় ৭জুয়াড়িকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। জুয়াড়ীদের বিরুদ্ধে সদরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আসামীদের ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের পিছনের অজিদ মাতুব্বরের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে আটককৃতরা হলেন, মোঃ রিপন মাতুব্বর(৩৫), মোঃ রব মোল্যা(৬০),মোঃ সেলিম শেখ(২৬),শেখ বজলু(১৫),মোঃ নূর ইসলাম খান(৫৪), মোঃ অজিদ মাতুব্বর(৪৫), মোঃ শহিদ মিম (৪৫)। তাদের বাড়ি ভাষানচর ও ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অভিযানকালে জুয়াড়িদের নিকট থেকে ৫সেট তাস ও ৫হাজার টাকা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন।