গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভার নগরসুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুরশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।এলাকায় সে গৃহকর্মী হিসেবে কাজ করেছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ও মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় হত্যাকারী বাদল ঠাকুরকে র্যাব গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ২১ তারিখ বিকাল থেকে খুরশিদা আক্তার নিখোঁজ হয়। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুকুর থেকে পঁচা গন্ধ পেয়ে পুকুর পাড়ে গেলে মরদেহটি ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার এসআই শামিম আল মামুন জানান, লাশ উদ্ধার করার পরে স্থানীয়রা এবং ঐ নারীর পরিবারের লোকজন সুন্দরদী গ্রামের বাদল ঠাকুরকে ঘটনার জন্য সন্দেহ করে। পরে তার মোবাইলের অবস্থান প্রযুক্তিরমাধ্যমে চিহ্নিত করে মাদারীপুর র্যাব-৮এর সহায়তায় মাদারীপুরের মস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় তার জবানবন্দী নেয়া হয়েছে। জবানবন্দীতে সে খুনের দায় স্বীকার করেছে। তিনি আরও জানান, জবানবন্দীতে চার বছর ধরে আসামী বাদল ঠাকুরের সাথে ঐ নারীর দৈহিক সর্ম্পক ছিল বলে জানায়। ঐ নারী কিছুটা মানুষিক ভারসাম্যহীন হলেও আসামীর কথামতো সে চলতো। ঐ নারীকে সে অনেকবার জন্মনিয়ন্ত্রণ পিল খাইয়েছে। ঘটনার কিছুদিন পূর্বে শারীরিক সম্পর্ক হওয়ার পরে ঐ নারী গর্ভবতী হয়। আসামী তাকে জন্মনিরোধক ওষুধ খেতে বলে। ঘটনার দিন রাতে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঐ নারীকে সে জন্মনিরোধক ওষুধ খেতে বল্লে সে রাজি না হয়ে স্থানীয়দের কাছে ঘটনা বলতে চাইলে তাকে সে হত্যা করে লাশ পুকুরের পানিতে ডুবিয়ে দেয়। পরে চারদিন পর তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নিখোঁজের চারদিন পরে নগর সুন্দরদী গ্রামের একটি পুকুর থেকে ঐ নারীর পাঁ বাধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হলে পলাতক আসামী বাদল ঠাকুরকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন: খুশিদা আক্তার (৩৭) হত্যায় বিচারের দাবিতে বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে মানববন্ধন করে নগরসুন্দরদী গ্রামবাসী। মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর থানার সামনে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এসময় তারা হত্যাকারী নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায়। থানার ওসি মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মাববন্ধন করেছে।