ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলি ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সাইকেল আরোহীর নাম উলফাত মোল্লা (৬০)। আজ সোমবার সকালে বোয়ালমারী উপেজলাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় একটি ট্রলি একটি বাইসাইকেল চালককে ধাক্কা দিলে বাইসাইকেল চালক উলফাত মোল্লা ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন বোয়ালমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আন্না সুলতানা উক্ত ব্যক্তি কে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনার সময় ট্রলি ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির বাইসাইকেল ও ট্রলি বর্তমানে বোয়ালমারী থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।