1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, থানায় মামলা মুকসুদপুরে স্বপ্নপুর সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে — মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান টানা ৫ দিন ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ স্থগিত মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক করে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে নিখোজের একদিন পরে যুবকের মৃতদেহ উদ্ধার ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার ফরিদপুরে এডভোকেট ইসার সমর্থনে ‌লিফলেট বিতরণ ফরিদপুরে আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার ও নোভাস ভিভো সোসাইটি’র উদ্বোধন

মুকসুদপুরে মেডিলাইফ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ গেলো মা ও শিশুর

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬৪২ Time View

মেডিলাইফ জেনারেল হাসপাতালের ভুল চিকিৎসায় মুকসুদপুরে প্রাণ গেলো প্রসূতি মা ও শিশুর। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে। সাবরিন আক্তার কলি (২০) মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের তানজিল কাজীর স্ত্রী।
জানা যায়, গত ১৩ এপ্রিল সাবরিন আক্তার কলি প্রসব যন্ত্রণা নিয়ে মেডিলাইফ জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সিজার অপারেশন করার সময় ভুল ইকজেকশনের কারণে ভূমিষ্ট শিশুটি মারা যায়। এছাড়া ডা. মনিরুজ্জামান অপারেশনের সময় প্রসূতি মায়ের কিডনির নাড়ি কেটে ফেলে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতলে প্রেরণ করে। সেখান থেকে টেস্ট করে দেখা যায়, রোগীর কিডনির নাড়ি কাটা পড়েছে। পরে তারা সাবরিন আক্তার কলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেও তার একই অবস্থা দেখা যায়।
তারপর নিউরোসাইন্স, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে সে। সবশেষে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি হলে সেখানেই গত ১৫ এপ্রিল ঐ প্রসূতির মৃত্যু হয়।
রোগীর স্বজনরা বলেছেন, মেডিলাইফ জেনারেল হাসপাতলে অনভিজ্ঞ চিকিৎসক ও নার্স দিয়ে সিজার করায় এমন ঘটনা ঘটেছে। এ ক্লিনিকের বিরুদ্ধে একাধিক ভুল অপারেশনের অভিযোগ আগেও ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, ডা. মনিরুজ্জামান সার্জারী চিকিৎসক নন। তারপরও তিনি মুকসুদপুর, কাশীয়ানি, ভাঙ্গা ও আলফাডাঙ্গা গিয়ে সিজার করেন। ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিকগুলোতে ডা. মনিরুজ্জামানের মতো ভুয়া সার্জন দিয়ে সিজার করিয়ে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। এসব ক্লিনিকে নেই ভালোমানের যন্ত্রপাতি, নেই কোনো ভালো প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। কিভাবে টাকা ইনকাম করবে- সেটাই বড় ব্যাপার। রোগীর কি হলো, সেটা তাদের দেখার বিষয় নয়।
তানজিল কাজী বলেন, আমার স্ত্রী সাবরিন আক্তার কলির প্রসব বেদনা উঠলে মেডিলাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সিজার করার জন্য ১৩ এপ্রিল অপারেশন থিয়েটারে নেয়া হয়। সে সময় সাদা কাগজে আমার সই নেয় তারা। একটু পরে এসে বলে আপনার বাচ্চা মারা গেছে। সিজারের নামে এই নৃশংস ঘটনা কেন করলো? তারা আমার বাচ্চাকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, আমি প্রেম করে বিয়ে করেছি মাত্র দুই বছর হলো। এটি আমার প্রথম সন্তান। আমার স্ত্রী ও সন্তান দু’জনই চলে গেলো। আমার জীবনটা ধংস হয়ে গেল- বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোগীর স্বজনেরা কিছু ক্ষোভ প্রকাশের লেখা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসগুলো হলো- ‘মেডিলাইফ জেনারেল হাসপাতাল একটা কসাইখানায় পরিণত হয়েছে, এদের নাই কোন ভালো ঔষধ, নাই কোন ভাল ডাক্তার, এদের থেকে সাবধান, সবাই এই পোস্টটা দ্রুত শেয়ার করে দেন, যেন আর কোন মায়ের বুক ও স্বামীর কাছ থেকে যেন তার প্রিয় মানুষ না হারায়, আর যেন কোন ভাই তার বোনকে না হারায়, আমরা মেডিলাইফ জেনারেল হাসপাতাল বন্ধের জোর দাবি জানাচ্ছি, যেন আমাদের মতন যেন আর কেউ তাদের প্রিয় মানুষ ভালবাসার মানুষ না হারায়।
অনুসন্ধানে জানা যায়, মেডিলাইফ জেনারেল হাসপাতালে নেই এমবিবিস ডাক্তার, নেই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। আর পরিবেশ নোংরা, নেই ভালো যন্ত্রপাতি। মূলত সিজারের আপারেশন করতে হলে তিনজন এমবিবিএস ডাক্তার ও পাচজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকার কথা থাকলেও ঐ হাসপাতালে তা নেই।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মুহাম্মাদ জিল্লুর রহমান বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। দৈনিক বাঙ্গালী খবরে দেখেছি। কিন্ত অন্য কোন সাংবাদিক এ নিউজ করে নাই।
তিনি আরো বলেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতো। কিন্তু আমি দ্রুত ঐ হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ট্রেনিংয়ে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
মেডিলাইফ জেনারেল হাসপাতালের মালিক রেন্টু খানকে বার-বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!