ফরিদপুরের সালথায় ভালোবেসে বিয়ে করে বাসরঘরে নতুন বউ রেখে জামাল ফকির (২৭) নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত জামাল ফকির ওই গ্রামের রজো ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল সেজো। এই বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নব বিবাহিত জামাল ফকিরের মৃত্যু নিয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল ফকির পেশায় একজন কৃষক। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের দুলালী গ্রামের লিটন ভূইয়ার মেয়ে রোকেয়া ওরফে মিতালী আক্তারের (১৮) সাথে। গত ২১শে অক্টোবর নোটারী পাবলিকের কার্যালয় ফরিদপুর থেকে কোর্ট ম্যারেজের মাধ্যমে দুইজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) বিকেলে উভয় পরিবারের অনুমতিতে বরযাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে নববধূ কে বাড়িতে নিয়ে আসা হয়।
রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মত ঘুমিয়ে পড়ে। জামাল ফকির ও রোকেয়া সজ্জিত বাসর ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় জামাই ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে আখ ক্ষেতের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মাহত্যা করে। রাতে কেউ কিছু বুঝতে পারে নাই। সকালে জামাল কে ঘরে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার আপন বড় ভাই দুলাল ফকির ও কামাল ফকির ঘটনা স্থল থেকে লাশ নামিয়ে বসতবাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে