আজ বুধবার (৮ অক্টোবর) সকালে মধুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে- স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মামুন হাসান এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) কানিজ ফাতেমা, আর এমও ডা.কবির সরদার, মেডিকেল অফিসার ডা.মুনিব হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ইমাম প্রতিনিধি, সাংবাদিক,সিনিয়র নার্স স্টাফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ কর্মকতা ডা. মামুন হাসান এ সময় তার বক্তব্যে বলেন আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস বয়সী থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে, টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সাংবাদিকদের বলেন,মধুখালী উপজেলায় মোট টার্গেট ৬৯ হাজার ৮শ ৪৭ জন,এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ৪০ হাজার ৮শ ১১জন, কমিউনিটি লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩৬জন, এর মধ্যে আজ পর্যন্ত ৫৬% রেজিস্ট্রেশন হয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি চলবে, এছাড়া ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে টিকাদান করা হবে।ডা. মামুন হাসান এই টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য স্ব প্রনোদিত হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডারদের কাছে আহবান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মধুখালী উপজেলার সকল ইমামদেরকে আগামী জুম্মায় খুতবার সময় টাইফয়েডের টিকাদান কর্মসূচি সম্পর্কে মুসল্লিদের মাঝে আলোচনার জন্য নির্দেশ প্রদান করেছেন।