সিজার করতে গিয়ে সুস্থ প্রসূতি মায়ের নারী কাটা হয়েছে এমন সব উদ্ভট খবর ফেসবুক পেজে ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন ঐ মায়ের সিজারের ডাক্তার কাবুল মিয়া।
সোমবার সকালে মধুখালী সুমি প্রাইভেট ক্লিনিকের অফিস কক্ষে এক ঘরোয়া সংবাদ সম্মেলনে ডাক্তার কাবুল সাংবাদিকদের বলেন, এস টিভি পেজ সহ কেউ কেউ ব্যক্তিগত ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন গত ৩ অক্টোবর আমি সিজার করতে গিয়ে এক প্রসূতি মায়ের নারী কেটে ফেলেছি।
তিনি বলেছেন বিষয়টি সম্পূর্ণ অসত্য এ ভিত্তিহীন। বর্তমানে সিজারিয়ান মা ও নবজাতক বাচ্চা দুই জনেই সুস্থ আছে।তিনি এই অসত্য সংবাদটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়ার জন্য এডমিনকে বিশেষ ভাবে অনুরোধ করেন।