বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “২০১৭ সালে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা তাদের দেশে ঠাঁই না পেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এর আগেও যখন রোহিঙ্গারা দেশে এসেছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষতার সঙ্গে তাদের ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার গদি টিকিয়ে রাখতে বিশ্বের বড় বড় দেশের সঙ্গে আঁতাত করেছেন। রোহিঙ্গা সমাজের জন্য কিছু করতে পারেননি। তবে বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমি মাঠে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ জুলুম-অত্যাচার, জেল-হাজত, গুম-খুনের হাত থেকে মুক্তি পেয়েছে। এই ১৭ বছরে আলেম-ওলামারাও শান্তিতে ঘরে থাকতে পারেননি। এখন সুযোগ এসেছে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার।”
বিকাল ৫টায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হকের নেতৃত্বে এবং মুহাম্মদ সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে সোনাপুর ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেন— সালথা উপজেলা যুবদল নেতা মো. মানোয়ার হোসেন, বিএনপি নেতা আমির হোসেন, মো. বাদশা মাতুব্বর (প্রচার সম্পাদক, সোনাপুর ইউনিয়ন বিএনপি), যুবদল নেতা মো. শাহজাহান, সেচ্ছাসেবক দলের মো. শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. কামরুল ইসলাম, মো. তারা মিয়া, মো. হাসান মুছাল্লী, আইয়ুব মাতুব্বর, নাজমুল কাজী, লিয়াকত মোল্লা, বিপুল মাতুব্বর, বেলায়েত হোসেন, মো. লিয়াকত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।