1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিকতার আলো: ভাটপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ৯ শতাধিক মানুষের চিকিৎসা নগরকান্দায় জন্ম নেওয়ার ১৪ দিনেও মিলেনি বাবার পরিচয় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির মুকসুদপুরে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাত পাখার বিজয় হলে রাষ্ট্র ও মানবতার বিজয় হবে: ফয়জুল করিম নিয়মনিতীর তোয়াক্কা না করে মুকসুদপুরে বসতবাড়িতে অবৈধ ওষুধের দোকানে চলছে রমরমা বাণিজ্য মুকসুদপুরে ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালমারীতে সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

মানবিকতার আলো: ভাটপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ৯ শতাধিক মানুষের চিকিৎসা

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২ Time View

চিকিৎসার ব্যয় যখন সাধারণ মানুষের জীবনে ভার হয়ে দাঁড়িয়েছে, তখন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাটপাড়ায় এক মানবিক আয়োজন ছড়িয়ে দিলো স্বস্তি ও আশার আলো।

আধুনিক চিকিৎসার খরচ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রতিনিয়ত। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হলে গুনতে হয় ৫০০ থেকে ১০০০ টাকা ফি, সঙ্গে ওষুধের দাম—সব মিলিয়ে সীমিত আয়ের মানুষের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো হয়ে ওঠে কঠিন। এর মাঝেই ভাটপাড়ায় আয়োজিত হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যা অসহায় মানুষের কাছে যেন আশীর্বাদের মতো হয়ে উঠল।

বুধবার (১ অক্টোবর) সকালে স্থানীয় এক বাড়ির আঙিনায় স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও এলাকার সমাজসেবক লুৎফর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ভিড় জমে শত শত রোগীর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে ৯ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকে জানান, এ ধরনের আয়োজন তাদের কাছে এক অনন্য স্বস্তি। এক রোগী আবেগভরে বলেন,
“এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। যেখানে একজন চিকিৎসকের কাছে যেতে কমপক্ষে ৫০০ টাকা লাগে, সেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া আমাদের জন্য আশীর্বাদের মতো।”

আয়োজক লুৎফর রহমান জানান,
“আমার পিতামাতা ও আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি এই আয়োজন করেছি। একমাত্র উদ্দেশ্য সওয়াব অর্জন ও তাদের আত্মার শান্তি কামনা করা। এখানে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কমিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহ-সভাপতি লিয়াকত আলী খান ব্লু, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার, কমিটির পৃষ্ঠপোষক ডা. মিজানুর রহমান, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. ইমতিয়াস লিমন, সদর থানার বিএনপি সহ-সভাপতি হাজ্জাজ বিন রাজ্জাক, রাশেদ মোল্যা প্রমুখ। অতিথিরা সবাই এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

চিকিৎসকরা দিনব্যাপী নানা রোগের চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন। অনেক রোগী পান প্রয়োজনীয় ওষুধও। ফলে আর্থিক সংকটের কারণে যারা চিকিৎসা নিতে পারেন না, তারাও এ আয়োজনে উপকৃত হন।

এ আয়োজন শুধু চিকিৎসা সেবাই দেয়নি, বরং মানুষের মাঝে সহমর্মিতা ও ভালোবাসার শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে। প্রমাণ করেছে—সৎ ইচ্ছা ও মানবিকতা থাকলেই সমাজের কল্যাণে বড় কিছু করা সম্ভব। ভাটপাড়ার ফ্রি মেডিকেল ক্যাম্প তাই হয়ে উঠেছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!