“জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে সোনালীকা ট্রাক্টর ২০২৫-এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভার ঠাকুরপুর গ্রামের সাবেক মেয়র আব্দুস শুকুর শেখের পুরাতন ইটভাটায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয়। পাশাপাশি এসিআই মোটরসের বিভিন্ন পণ্য যেমন সোনালী ট্রাক্টর, ফোটন পিকআপ (১.২ টন), ইকোফ্লো, ওয়াটার পাম্প, পাওয়ার টিলারসহ যন্ত্রাংশের প্রদর্শনী করা হয়।
ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প, র্যাফেল ড্র ও খেলাধুলার আয়োজন করা হয় এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের মার্কেটিং ম্যানেজার মোঃ সেলিম সরকার, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মোঃ এহসানুল হক ফাইম, শারমিন আক্তার (শিলা), ডি আর এস এম ফরিদপুর-সাব মোঃ শাহাদাত হোসেন, টি এম এস ফরিদপুর-সাব মোঃ সিফাত মঞ্জুর খানসহ এসআই মোটরসের ফরিদপুর-সাবের সিনিয়র এআরও তুষার কান্তির নেতৃত্বে সকল অফিসার, সেলস ও সার্ভিস টিম।
এছাড়াও এসিআই কম্পানির গ্রাহক, এজেন্ট, সোনালীকা ট্রাক্টরের মালিক-চালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশেষভাবে গ্রাহকদের সুবিধার্থে রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান ও এক্সচেঞ্জ বুথ বসানো হয়।