মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা.মামুন হাসান, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা তানজিম নাঈম,উপজেলা জামাত ইসলামী আমীর মৌলানা আলীমুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহা. মিজানুর রহমান সরদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাশেদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা,কর্মকর্তা,সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবলু কুমার রায় প্রমূখ।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল বলেন প্রত্যেক পূজা মন্ডপে অবশ্যই সিসি ক্যামেরা, এনার্জি সেভিং ভাল্ব, এবং মন্ডপের সিকিউরিটি স্বরূপ বাউন্ডারি থাকতে হবে, তিনি শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন। পূজা উৎসব চলাকালীন আযান এবং নামাজের সময়ে মাইক বন্ধ রাখার নির্দেশ দেন।