ত্রিশ বছর বয়সী তরুণী আশরাফুন্নাহার, একজন সফল উদ্যোক্তা। ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে “রঙের মেলা” নামে একটি বুটিক হাউজের স্বত্ত্বাধিকারী। শহরের কমলাপুরে রয়েছে তাঁর বুটিক কারখানাটি। বর্তমানে নিজে আত্মকর্মী হয়ে উঠার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তর। একই সাথে সফল আত্মকর্মী হিসেবে সানজাউর রহমান নামে আরও একজন তরুণকে এই সম্মাননা দেয়া হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
আলোচনা সভায় অধিদপ্তরটির ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার উপস্থাপনাকালে জানান, কার্যালয়টি থেকে ২০টি ক্যাটাগরিতে এ পর্যন্ত এক লক্ষ ১৪ হাজার ৪৭৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরমধ্যে ৪৫ হাজার ৭৫০ জন আত্মকর্মী হয়ে উঠেছেন বলে দাবি করেন। এছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে ১৯৪ জনের মধ্যে ৭৩ জন কর্মে নিযুক্ত হয়েছেন বলে জানান।
এর আগে সকাল সাড়ে ১০ টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি শ্লোগানে র্যালী বের করেন। এতে বিভিন্ন বেসরকারি সংস্থাসহ প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-পরিচালক এসএম মঈনুল আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন প্রমুখ।
এ সময় যুবদের মধ্যে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক কাজী রিয়াজ, সাবেক সদস্য সচিব সোহেল রানা, সাবেক মূখ্য সংগঠক আনিসুর রহমান সজল, প্রশিক্ষণার্থী সামিয়া আক্তার ও অনিন্দ বিশ্বাস। তাঁরা আত্মীয়করণ ও স্বজনপ্রীতি বাদে সঠিক মেধার অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ দেয়ার আহ্বান জানান। এছাড়া সরকারি খাস জমি প্রভাবশালীদের লীজ না দিয়ে প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের লীজ দেয়ার আহ্বান জানান বক্তারা।