ফরিদপুরের মধুখালীতে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী মাসুদ শেখকে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্ত্রী রুপালী বেগমকেও আসমী করে হয়রানি করা হচ্ছে বলে প্রবাসী মাসুদ শেখ জানিয়েছেন। ৮ জুলাই মঙ্গলবার মধুখালী উপজেলার স্বরুপপুর গ্রামের আরশাদ ফকিরের ছেলে গফ্ফার ফকির বাদী হয়ে ফরিদপুর আদালতে এই মিথ্যা মামলাটি দায়ের করে হয়রানি করছে।
মাসুদ শেখ জানান, মামলার বাদী দুসম্পর্কীয় আত্মীয়-স্বজন । আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে তার ছেলেকে চার লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে সৌদি আরব পাঠাইয়া দোকানের কাজ দেওয়ার কথা হয়। পরে তারা আমাকে ২ লাখ ৮০ হাজার টাকা দেয় এবং বাকী টাকা সৌদি নিয়ে কাজ দেয়ার পরে পরিশোধ করার কথা থাকে। তাকে সোদি নিয়ে ৫০ হাজার টাকা বেতনের কাজ দেই। কাজ দেয়ার পরে সে বর্তমানে সৌদী আরবে থেকে ৪০ হাজার টাকা বেতনের চাকরী করছে। তার কাছে বাকী টাকা চাইলে তারা আমার বিরুদ্ধে মনগড়া একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে৷ আমার দাবি প্রশাসন সত্যতা জাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও জানান,উল্লেখিত মামলায় ঘটনার তারিখ দেখানো হয়েছে ২১/০৪/২১ সালে এবং বাদীর বাড়িতে ঘটনাস্থল দেখানো হয়। কিন্তু আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি ২১ শে মার্চ ২০২২ সালে। আর দেশ থেকে সৌদি আরব যাই ২২ আগষ্ট ২০২২ সালে। আমি আমার বিরুদ্ধে করা এই মিথ্যা মামলার নিন্দা জানাই।