ফরিদপুরের সদরপুরে উপজেলার ঢেউখালী ইউনিয়নে বাবুরচর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সাড়ে ৩ টায় উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়।
দুর্নীতি করব না’ দুর্নীতি মানব না’ দুর্নীতি সইব না- বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গানের মধ্য দিয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা খাতুন, সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিদ্যালয়টিতে স্থাপিত ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য নানা জাতীয় টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা।
সেই সাথে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা/উপস্থিত বক্তৃতা / জলবায়ু বিষয়ক দেয়ালিকা প্রকাশ-২০২৫/ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।