বৃহস্পতিবার (১০ জুলাই) মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজাম শেখের বাড়ী থেকে স্থানীয় বাসিন্দারা অটো ভ্যান চোর চক্রের এক সদস্য কে আটক করেছে।
এলাকাবাসী জানান, গত ১ বছরে আমাদের এলাকা থেকে প্রায় ২০/২৫ টি অটোভ্যান চুরি হয়েছে।গোপন সুত্রে খবর পেয়ে ঐ চোরকে আমরা একটি চোরাই ভ্যানসহ আটক করি। জিজ্ঞাসাবাদে চোর নিজেই চুরির বিষয়টি স্বীকার করে, চক্রের ঐ সদস্য আরো জানায় সে অটো ভ্যান রিক্সা চোর চক্রের প্রধান মাঝকান্দির জালাল বাহিনীর হয়ে কাজ করে।
আটককৃত চোর রমজান( ২৫) ফরিদপুরের সালথা উপজেলার মাজদিয়া ইউনিয়নের ইউসুফ শেখের ছেলে। পরে স্থানীয়রা চোরাই ভ্যান সহ চোরকে পুলিশের হাতে তুলে দেয়।