বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন লিফলেট বিতরণ করেছে।
সোমবার বিকালে মধুখালী পৌরসভার মধুখালী রেলগেট, মধুখালী বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুন্নবী মিয়া, সাবেক জেলা যুবদল সহ-সভাপতি আব্দুল আলীম মানিকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।