 
																
								
                                    
									
                                 
							
							 
                    শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী জনসাস্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন হাসানের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান, আরএমও ডা.কবির সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন উপজেলা শিক্ষা অফিসার মো.সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা হোসেন বানু, মডেল এর প্রধান শিক্ষক অলকা রানী, সাংবাদিক, শিক্ষক,ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মামুন হাসান বলেন সাত দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও অর্জন,শিশু পুষ্টি,এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, সামাজিক নিরাপত্তা ও কৈশোর কালীন পুষ্টি, মাতৃপুষ্ঠিও পারিবারিক সুষম খাবার, প্রবীণ পুষ্টি, এবং শিশু পুষ্টি আলোচনা, কুইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে।