ফরিদপুরের সদরপুরে পারিবারিক ও জায়গা জমি নিয়ে বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলা বাড়ীঘরে, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাথী আক্তার (২৬) সালমা বেগম (৩৫) মুন্নী আক্তার (২৫) সহ গুরত্বর আহত হয়।
ঘটনাটি ঘটেছে গত সোমবার সদরপুর উপজেলার ভাষান ইউনিয়নে আমির খার ডাঙ্গী গ্রামে।
জাকির অভিযোগ হোসেন করে বলেন , মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের উচমান মোল্যা মিজানুর মোল্যা ও কিয়ানুর মোল্যা গং পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আমার বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা স্বর্ণালংকার এবং গোয়াল ঘরে থাকা ২টি ষাড় গরু জোর পূর্বক লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে আমার পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগতেছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।