 
																
								
                                    
									
                                 
							
							 
                    গত রবিবার সকাল ৯ টার সময়ে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য কানন সিকদার (৩৫) নিজ বাড়ির রান্না ঘড়ের মধ্যে থেকে বিশাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহত কানন সিকদার বিষ্ণপুর দারোগা বাড়ির শান্ত চৌধুরীর স্ত্রী। জানা গেছে, ঘটনার দিন কানন শিকদার রান্না করার জন্য পাকের ঘড়ে গেলে বিশাক্ত সাপ কাননের একপায়ে কামড় দিয়ে অন্য পা পেচিয়ে ধরে। তখন স্থানীয় ওঝা দিয়ে ঝারফু দেওয়ার চেস্ট্রা করে ব্যর্থ হয়ে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তখন কাননকে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাকন সিকদার একই গ্রামের বিষা সিকদারের কন্যা। তার এক পুত্র ও এক কন্যা রয়েছে বলে জানা গেছে।