বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে শংকরপাশা আশরাফিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪ টায় ডাঙ্গী ইউনিয়ন কৃষক দল কতৃক আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠানে ডাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসনে লিটুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
কৃষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান বুলু, তিনি তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী লীগের আমলে বাংলাদেশের কৃষক কৃষি ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে ঠিকমত সার কীটনাশক দিতে ব্যর্থ হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকের ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে বিএনপি কৃষক বান্ধব দল বিএনপি কৃষকের কৃষি সরঞ্জাম সহ সার, কীটনাশক, দাম কমিয়েছিল, আবার বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে কৃষি বান্ধব দেশ তাই সকলে একত্রিত হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আমরা তাকে নির্বাচিত করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, কৃষকদল, ফরিদপুর জেলা শাখা। মোঃ আসাদুজ্জামান আসাদ সভাপতি নগরকান্দা পৌর শাখা।মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নগরকান্দা পৌর বিএনপি। ইন্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ইয়াদ, সাধারণ সম্পাদক কৃষকদল নগরকান্দা উপজেলা শাখা। মোঃ বিল্লাল হোসেন মোল্লা কৃষকদল নগরকান্দা উপজেলা শাখা।সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নগরকান্দা পৌর বিএনপি।সজিব ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল ফরিদপুর জেলা শাখা।রাকিবুল ইসলাম রাজ,সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কৃষক সমাবেশে আরো উপস্থিত বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আয়ুব মুন্সী, মহিউদ্দিন আল মাহিন সভাপতি নগরকান্দা উপজেলা ছাত্রদল। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সাবেক সভাপতি, নগরকান্দা পৌর ছাত্রদল।
সমাবেশ সঞ্চালনায় ছিলেন সৈয়দ সাহিদুজ্জামান হোসাইন মঈন,যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা ছাত্রদল এবং মোঃ জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক ডাঙ্গী ইউনিয়ন কৃষকদল।
কৃষক সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ডাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসনে লিটু।