গোপালগঞ্জের মধুমতি নদীতে ইঞ্জিন চালিত ট্রলার ও বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করলেও নিখোঁজ ব্যক্তির এখনো সন্ধান মেলেনি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর খেয়াঘাটের মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে। সে গোপালগঞ্জে হিন্দু কল্যাণ ট্রাস্টে চাকুরী করেন।
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মো. সাইদুল ইসলাম জানান, ২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিল। এ সময় ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে অপর দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারের চালকসহ ২৪ যাত্রী সাঁতরে ও এলাকাবাসীর সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হন।
পরে খবর পেয়ে আজ বুধবার সকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে মধুমতি নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী বিপ্লব সাখারু বলেন, সন্ধ্যায় ইঞ্জিন চালিত ট্রলার ও বালু বোঝাই বাল্ব হেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা উপরে উঠতে পারলেও শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হন। তাকে এখনো পাওয়া যায়নি।
নিখোঁজের চাচা মো. আবুল বাশার জানান, কাল সন্ধ্যার পর থেকে শফিকুর রহমান লালন নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে জানতে পারলাম ট্রলার ডুবির পর সে নিখোঁজ রয়েছে। আমরা নদীর তীরে রয়েছে তখন তাকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পাবো।
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার সকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে মধুমতি নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা না পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।