1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক ১ সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ‘পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেওয়ার’ বক্তব্যে শেখ হাসিনার নামে মামলা মুকসুদপুরে দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত দুই দিন ধরে বিদ্যুৎহীন মুকসুদপুর, দুর্ভোগে জনজীবন গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত ৫০ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জনগণের সেবা দেয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে : জেলা প্রশাসক ফরিদপুর ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ রাজবাড়ীর নবনিযুক্ত ডিসি মনোয়ারা বেগমের নিয়োগ বাতিল

গো-খাদ‍্যের জন্য বিস্তীর্ণ গোয়ালন্দ থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল রাখালগাছি

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৭ Time View

জবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল যার নাম রাখালগাছি।দিগন্তজুড়ে ফসলের মাঠের যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু সবুজের সমারোহ। রাখালগাছি চরাঞ্চলটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কয়েকটি মৌজার মধ্যে অন‍্যতম একটি মৌজা। চারিদিকে পানিতে বেষ্টিত চরাঞ্চলটি এখন কিছুটা হলেও বসবাসের যোগ‍্য হয়ে উঠেছে। গড়ে উঠেছে স্কুল, মসজিদ, মাদ্রাসা ও হাটবাজার। এলাকাটি দেবগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত।

একসময় রাখালগাছি চরে ১ হাজার পরিবারের বসবাস ছিলো। এখনো এখানে প্রায় ৪/৫ হাজার মানুষ বসবাস করেন। মৌজাটি বছরের প্রায় ৬/৭ মাস পানিতে নিমজ্জিত থাকে। এ এলাকার মানুষের প্রধান কাজ কৃষি ও নদীতে মাছ শিকার করা, এতে করেই চলে তাদের জীবন জীবিকা।শহরে যাতায়াতের জন্য রয়েছে ঘোড়ার গাড়ি ও যন্ত্র চালিত ট্রলার এবং কাঠের তৈরি ছোট নৌকা। সম্প্রতি জায়কা প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা হওয়ায় নিকটবর্তী পাবনা জেলার সাথে যাতায়াতে ঘটেছে নব বিপ্লব। এখন খুব সহজেই কৃষি পণ্য আনা নেয়ায় ব‍্যবহার হচ্ছে ভ‍্যান, অটোরিকশা, নছিমন, করিম ও ছোট-বড় ট্রাক। এ এলাকার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়ীত। প্রায় প্রত‍্যেকটি পরিবারেরই রয়েছে গরু, ছাগল, ঘোড়া ও হাঁস-মুরগি। গোখাদ‍্যের বিপুল সমাহার রয়েছে এ চরাঞ্চলে। সুতরাং পশুগুলোকে ঘাস ছাড়া বারতি কোনো খাবার দিতে হয় না তাদের।শুকনো মৌসুমে এ এলাকায় গেলে চোখে পরে এক মনোরম দৃশ্য।

সবুজ ফসলের মাঠ জুড়ে বিচরণ করছে গরু, ছাগল ও ঘোড়া। বিস্ময়ের একটি ব‍্যাপার হচ্ছে এতোগুলো পশুর গলায় নেই কোনো রশি। পশুগুলো ইচ্ছে মতো ঘুড়ে ঘুড়ে এক মাঠ থেকে আর এক মাঠে বিচরণ করে ইচ্ছে মতো আহার যোগার করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল ফসলের মাঠে বিচরণ করছে শত শত গরু। একটা পশুরও গলায় দড়ি নেই।গরুগুলো ইচ্ছে মতো ঘুড়ে ঘুড়ে ঘাস খাচ্ছে। সন্ধ্যার কিছুক্ষণ আগেই রাখাল-রাখালী নিজ নিজ গরুগুলো নিয়ে বাড়িতে ফিরছে। কথা হয় গ্রামের হাসু শেখ, জামাল মোল্লা, ছাত্তার মোল্লা, ছালাম খাঁ সহ অনেকের সাথে, প্রশ্ন করতেই সহজ-সরল ভাষায় বললেন, সকালের খেয়ে দুপুরের খাবারসহ গরুগুলো নিয়ে মাঠে গিয়েছিলাম। গরুগুলো মাঠে ছেড়ে দিয়ে নিজে চাষাবাদের কাজ করেছি। গরুর গলায় দড়ি দেয়া লাগে না। ওরা ইচ্ছা মতো খাস খায়। দিনভর খাওয়া শেষে সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে আসি। এখন নদীতে পানি কম থাকায় গরুগুলো ইচ্ছে মতো মাঠে ঘাস খেতে পারে।

এখানে অনাবাদি অনেক জমি পরে থাকায় পশুদের খাদ‍্যের কোনো সমস্যা হয় না বরং দূর-দূরান্ত থেকে ঘাস নেয়ার জন‍্য ট্রলার ভর্তি নারী-পুরুষ প্রতিদিন এ চরে আসে। সন্ধ‍্যার আগ মুহূর্তে গোয়ালন্দের রাখালগিছি যাওয়া ট্রলার ঘাটগুলোতে দাঁড়ালে গোখাদ‍্য নিয়ে ফেরা ট্রলার চোখে পরবে। গোখাদ‍্য সংগ্রহের জন‍্য রাজবাড়ী সদরের উড়াকান্দা ঘাট, অন্তর মোড় ঘাট, দেবগ্রামের কাওয়ালজানি ঘাট, দৌলতদিয়া মুন্সী বাজার ঘাট, লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকা থেকে সকাল ৮ টায় ট্রলার ছেড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুল ইসলাম বলেন, দেবগ্রামের ইউনিয়নের শেষ সীমানা কুশাহাটার চর। বর্তমানে সেখানে মানুষ খুবই ভালো আছেন। চলাচলের জন্য সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। প্রতিটি পরিবারেই রয়েছে স্বচ্ছলতা। সেখানের মানুষের মূল আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ ও মৎস্য আহোরন। আমরা সরকারি ভাবে খুবই দ্রুত সেখানে একটি কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Developed By : JM IT SOLUTION