রুহুল আমিন ঃ স্বপ্ননীড় কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফ্রেব্রুয়ারী সোমবার সকালে স্বপ্ননীড় কিন্ডার গার্টেন স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ননীড় কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি ও নগরকান্দা রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. তুষার মাহমুদ(আকমান), প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার,
বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইমদ্দিন মন্ডল এবং সার্বিক ব্যাস্থপনায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক বিকাশ চন্দ্র বিশ্বাস। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কিছু ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার হাতে তুলে দেন নগরকান্দা স্বপ্ননীড় কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোছা: শিল্পী আক্তার ও আগত অতিথিবৃন্দরা।